বাউফল পিআইও’র বিরুদ্ধে নারীকে ধর্মান্তরিত করার অভিযোগ

বাউফল পিআইও’র বিরুদ্ধে নারীকে ধর্মান্তরিত করার অভিযোগ

এম অহিদুজ্জামান ডিউক ,প্রতিনিধি বাউফল ঃ অনৈতিক কার্যকলাপ আর বিভিন্ন প্রলোভনে ধর্মান্তরিত করে সরকারি এক নারী কর্মকর্তাকে বিয়ের প্রস্তাব পাঠানোর অভিযোগ পাওয়া গেছে পটুয়াখালীর বাউফল উপজেলা প্রকল্প কর্মকর্তার (পিআইও) বিরুদ্ধে। এ বিষয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের সচিবের কাছে পিআইও রাজিব বিশ^াসের অনৈতিক কার্যকলাপের বর্ননা তুলে ধরে ও জাতিগত সমস্যা এড়াতে প্রতিকার চেয়ে লিখিত আবেদন জানিয়েছেন ওই সরকারি কর্মকর্তার বাবা আবদুর রাজ্জাক।
ভূক্তভোগির আত্মীয়-স্বজন ও বিশ^স্ত সূত্রে জানা গেছে, ঢাকার সোনারগাও ইউনিভার্সিটি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস করতে গিয়ে বছর চারেক আগে উপজেলার পশ্চিম বীরপাশা গ্রামের মাদ্রাসা শিক্ষক আব্দুর রাজ্জাক খানের বড় মেয়ে কুমিল্লার লাঙ্গলকোট উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) এর সঙ্গে পরিচয় ঘটে বাউফল উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) রাজিব বিশ^াসের। ওই সময় থেকেই তপন কুমার ঘোস নামে অপর এক বন্ধুর সহযোগিতায় মুসলমি আদলে নিজের নাম, মুখে দাড়ি-গোফের আড়ালে নিজের সনাতন ধর্মাবলম্বীর পরিচয় গোপন রেখে ও বিভিন্ন প্রলোভনে দু’জনার সম্পর্ক আরো ঘনিষ্ঠ করে রাজিব। ২০১৬ সালের ৮ জুলাই তারিখে গণপূর্ত মন্ত্রনালয়ের একজন উপসহকারী প্রকৌশলীর সঙ্গে শামিমার বিয়ে হলেও রাজিবের কুটকৌশলে অভিভাবকদের মতামতের বিরুদ্ধে তা বিচ্ছেদ হয়। এরপর থেকেই বাবা-মা ও আত্মীয়-স্বজনদের কাছ থেকে দূরে রেখে দু’জনার বাঁধাহীন যোগাযোগ বজায় রাখতে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদবির করে পুরাতন কর্মস্থল বরগুনার পাথরঘাটা থেকে ২০১৮ সালের ২২ অক্টোবর কুমিল্লার লাঙ্গলকোট উপজেলায় শামিমাকে বদলি করায় রাজিব। এবার ধর্মান্তরিত করে নারী কর্মকর্তাকে বিয়ের পায়তারা করছে রাজিব। বিয়ের প্রস্তাব পাঠায় নারী কর্মকর্তার খালু পৌর সদরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওহাব সিকদার নামে একজনের কাছে। এর আগে মুসলিম পরিবারের মান-সম্মান রক্ষায় উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে আবেদন জানিয়েছেন নারী কর্মকর্তার বাবা মাদ্রাসা শিক্ষক আবদুর রাজ্জাক। নিরুপায় হয়ে এবার মুসলিম পরিবারের নীতি-আদর্শ বজায় রাখতে ও  জাতিগত সমস্যা তৈরীর আশঙ্কায় তদন্তপূর্বক ব্যাবস্থা নিতে বিভিন্ন দপ্তরে অনুলিপিসহ গত ০৯  ফেব্রুয়ারি, ২০২১ তারিখে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের সচিবের কাছে লিখিত আবেদন করেছেন ওই নারী কর্মকর্তার বাবা আবদুর রাজ্জাক। লিখিত অভিযোগে রাজীব বিশ্বাসের কর্মকান্ডে জাতীগত সমস্যা দেখা না দেয় তার জন্যও প্রতিকার চাওয়া হয়।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) রাজিব বিশ^াসের ব্যবহৃত মোবাইল ফোন (০১৭১০০০৬২১৬) বন্ধ রয়েছে এবং তার দপ্তরে গিয়েও তার খোঁজ মেলেনি।